ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারী হানাদার মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৮

 নীলফামারী হানাদার  মুক্ত দিবস আজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আজ ১৩ ডিসেম্বর নীলফামারী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নীলফামারীকে হানাদার মুক্ত করে উত্তোলন করেছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। সে সময় বীর মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ সেøাগানে রাস্তায় নেমে আসেন মুক্তিকামী সব শ্রেণী পেশার জনতা। বিজয়ের উল্লাস আর সেøাগানে কম্পিত করে তোলে আকাশ বাতাস। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক জানান, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে ছাত্রজনতা ঝাঁপিয়ে পড়েন মুক্তির সংগ্রামে। শুরুতে মিটিং-মিছিল আর সভা সমাবেশের মধ্য দিয়ে গড়ে ওঠে দেশ মাতৃকা রক্ষার আন্দোলন। নীলফামারী মহকুমা শহরের অস্ত্রাগারে রক্ষিত অস্ত্র ছিনিয়ে এনে নীলফামারী বড় মাঠে শুরু হয় অস্ত্র হাতে নেয়ার প্রশিক্ষণ। এরপর ভারতে প্রশিক্ষণ নিয়ে ছয় নম্বর সেক্টরের অধীনে অস্ত্র হাতে যোদ্ধারা ঝাঁপিয়ে পড়েন পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে। নয় মাসের গেরিলা আক্রমণ আর সম্মুখ যুদ্ধে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ উপজেলা মুক্ত করে তারা এগিয়ে আসেন নীলফামারী শহরের দিকে। ১৩ ডিসেম্বর ভোরে হানাদার মুক্ত হয় নীলফামারী।
×