ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপির কোন ষড়যন্ত্র নির্বাচন বন্ধ করতে পারবে না ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ ডিসেম্বর ২০১৮

 বিএনপির কোন ষড়যন্ত্র নির্বাচন  বন্ধ করতে  পারবে না ॥ খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তারেক জিয়া লন্ডনে বসে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করছে। আর মির্জা ফখরুল দেশে বসে পাকিস্তানী দূতাবাসের সঙ্গে বৈঠক করছেন। মূলত তারা ষড়যন্ত্র করছে। জনগণের ওপর তাদের কোন আস্থা নেই। তাদের আস্থা আইএসআই-এর ওপর। বুধবার রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ ময়দানে তার প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি বরাবরই ষড়যন্ত্র করে আসছে। কিন্তু তারা কোন ষড়যন্ত্র করে টিকতে পারেনি। প্রতিটি ষড়যন্ত্র বাংলার জনগণকে সঙ্গে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রতিহত করেছেন। কোন ষড়যন্ত্রই নির্বাচন বন্ধ করতে পারবে না। সারাদেশে আমরা যে পরিমাণ উন্নয়ন করেছি, জনগণ তা দেখছে। এই কামরাঙ্গীরচর এলাকা কি ছিল, এখন কি হয়েছে। আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিবেন। এই কামরাঙ্গীরচরের আরও উন্নয়ন হবে। এটি আধুনিক শহরে পরিণত হবে। নির্বাচনী জনসভায় কামরাঙ্গীরচর এলাকার উন্নয়নের পাশাপাশি সারাদেশের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, দেশ থেকে আমরা মঙ্গাকে চিরতরে বিদায় জানিয়েছি। সেখানে আজ শহরে পরিণত হয়েছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বচানী এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর(দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবদুল হাসনাত ব্যাপারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
×