ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গলাচিপায় রনির বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৮

  গলাচিপায় রনির  বিরুদ্ধে বিক্ষুব্ধ  জনতার ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ আওয়ামী লীগে পাঁচ বছর এমপি ছিলেন। এবার মনোনয়ন না পেয়ে ডিগবাজি খেয়ে যোগ দিয়েছেন বিএনপিতে। আর যোগ দিয়েই বিএনপির মনোনয়ন। আর এতে করে আলোচিত-সমালোচিত রাজনীতিক গোলাম মাওলা রনির বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছে পটুয়াখালী-৩ আসনের গলাচিপা ও দশমিনার বিভিন্ন স্তরের মানুষ। আর এ বিক্ষুব্ধতার প্রথম প্রকাশ ঘটেছে ঝাড়ু মিছিলের মধ্যে দিয়ে। বুধবার বিকেলে গলাচিপা উপজেলা শহরে ‘সর্বস্তরের বিক্ষুব্ধ জনগণ’ এর ব্যানারে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ঝাড়ু ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে কয়েক শ’ নারী-পুরুষ। এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। ঝাড়ু মিছিলটি স্থানীয় পৌরমঞ্চ থেকে শুরু হয়ে বিএনপির অফিসের সামনে দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ঝাড়ু মিছিলে গোলাম মাওলা রনি আওয়ামী লীগের দলীয় এমপি থাকাকালে পাঁচ বছর ধরে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, নির্যাতন-লুটপাট, চাঁদাবাজি ও মিথাচারের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং এসব অপকর্মের বিচার দাবি করা হয়। ঝাড়ু মিছিলে আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরাও অংশগ্রহণ করেন। মিছিলের প্রায় প্রত্যেকের হাতে ঝাড়ু ছিল। মিছিলে রনির কুশপুতুল বহন করা হয়। মিছিল শেষে সন্ধ্যায় পৌর মঞ্চ চত্বরে কুশপুতুল দাহ করা হয়।
×