ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাকসামে ভোট চাইলেন এমপি তাজুল

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৮

 লাকসামে ভোট চাইলেন এমপি তাজুল

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ১২ ডিসেম্বর ॥ কুমিল্লা-৯ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ভোট চাইলেন এমপি তাজুল ইসলাম। তিনি এর পূর্বে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর দু’উপজেলার সর্বত্র ও বিভিন্ন ক্ষেত্রে জনগণের জীবনমাত্রার মান পরিবর্তনে সক্ষম হয়েছে। তিনবার নির্বাচিত হয়ে ১৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন। ফলে এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে। চুরি, ডাকাতি, রাহাজানি, হানা-হানি, মারামারি দু’উপজেলায় নেই বললেই চলে। এবারও তিনি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়জুক্ত করার আহ্বান জানান। বুধবার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ কেন্দ্রে ও বাইশগাঁ ইউনিয়নের ৩ কেন্দ্রে সভাসমাবেশসহ গণসংযোগ ও উঠান বৈঠক চলাকালে তাজুল ইসলাম এ কথাগুলো বলেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুছ ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্যাহ্ কায়েস, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা সহ-সম্পাদক গোলাম রাব্বানী মজুমদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাশেদা বেগম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বশিরুল্যাহ্ বাচ্চু, চেয়াম্যান আলী আহমদ প্রমুখ।
×