ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পটুয়াখালী-৪ আসনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৮

 পটুয়াখালী-৪ আসনে পাল্টাপাল্টি সংবাদ  সম্মেলন

স্টাফ রিপোর্টার/নিজস্ব সংবাদদাতা, গলাচিপা, কলাপাড়া, ১২ ডিসেম্বর ॥ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি ও আওয়ামী লীগের সংঘাতে অর্ধশত আহতের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে। একে অপরকে দায়ী করে বুধবার পৃথক দুইটি সংবাদ সম্মেলন করা হয়। দুই দলই হামলায় জড়িত সন্ত্রাসী গ্রেফতারের দাবি করেন। কলাপাড়া বিএনপি কার্যালয় প্রার্থী ও কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার রাঙ্গাবালীর খালগোড়া বাজারে পথসভা করার আগেই যুবলীগ নেতা রিয়াজ মৃধা, রেসাদ ও চেয়ারম্যান মামুন খানের নেতৃত্বে হামলা করে শতাধিক নেতাকর্মীকে আহত করে। চর মোন্তাজের বশির ফকিরের পা কেটে দেয়। এছাড়া কাওসার আহম্মেদ, সাহজুল মীর, আলাউদ্দিন প্যাদা, সাইদুল গাজী, মন্নান মীরসহ বহুজনকে রক্তাক্ত জখম করা হয়। নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি। অপরদিকে দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান লিখিত বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, রাঙ্গাবালীতে আওয়ামী লীগের নির্ধারিত পথসভা চলছিল। তার পাশে ধানের শীষ প্রতীকের পথসভার আয়োজন করে। বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন পথ সভায় উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত ও বিএনপির চিহ্নিত সন্ত্রাসী কবির তালুকদার, রহমান মাস্টার, সাবু মিয়া, সোহাগ আকন, জাকির, নিয়াজ, বিপু, ইব্রাহীম, রহমান ফরাজী, মোতালেব হাওলাদার, মামুন হাওলাদার ও রাকিব হাওলাদারের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। সংবাদ সম্মেলনে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×