ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় মামলা ॥ আটক ১০

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ ডিসেম্বর ২০১৮

 ফরিদপুরে আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় মামলা ॥ আটক ১০

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ ডিসেম্বর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদ করায় বিএনপি কর্মীদের হামলায় ইউসুফ আল-মামুন (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত এবং লালন ফকির (৫৬) নামে অপর এক আওয়ামী লীগ নেতা আহত হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতেই নিহতের ভাই মোঃ সোহরাব বাদী হয়ে স্থানীয় ৪০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত ওয়াজউদ্দিন মাতুব্বর কান্দি গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী কাসেম বেপারী (৫২)কে র‌্যাব-৮ এর একটি দল বুধবার আটক করেছে। এছাড়া পুলিশ মঙ্গলবার রাত ও বুধবার সারাদিন অভিযান চালিয়ে এই হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, এসএ খালেক কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম, বিএনপি নেতা সরফরাজ খান সুন্দরসহ ১০ জনকে আটক করেছে। এদিকে ময়নাতদন্ত শেষে নিহত আওয়ামী লীগ নেতা ইউসুফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে বুধবার বাদ জোহর দক্ষিণ ডিক্রীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।
×