ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ক্রিকেটার চামেলি

প্রকাশিত: ০৬:৪০, ১৩ ডিসেম্বর ২০১৮

 প্রধানমন্ত্রীর প্রতি  কৃতজ্ঞতা জানালেন ক্রিকেটার  চামেলি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভারতে অস্ত্রোপচার শেষে রাজশাহী ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার চামেলি খাতুন। বুধবার সকালে নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে ভারত থেকে বিমানে ঢাকা পৌঁছান চামেলি। বাড়িতে ফিরেই চিকিৎসা সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও বিসিবিসহ সংশ্লিষ্ট সকালের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন চামেলি। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়া এবং মেরুদ-ের ব্যথা নিয়ে চামেলি খাতুন গত ২ নবেম্বর ঢাকা গিয়েছিলেন। রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। গত মাসের মাঝামাঝিতে পঙ্গু হাসপাতাল থেকে অস্ত্রোপচারের জন্য ভারতের ব্যাঙ্গালুরুতে নেয়া হয় তাকে। ১৮ দিনের চিকিৎসা শেষে তিনি ঢাকায় ফেরেন। এখনও ছয় মাস বিশ্রামে থাকতে হবে চামেলিকে। জানতে চাইলে ক্রিকেটার চামেলি খাতুন বলেন, অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এর পরই তিনি আবার মাঠে ফিরতে চান। তার চিকিৎসায় সহায়তার জন্য এসময় প্রধানমন্ত্রী ও বিসিবিসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া করার জন্য বলেন। চামেলি বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে ১৯৯৯ থেকে ২০১১ পর্যন্ত মাঠ মাতিয়ে বেড়িয়েছেন। শুধু ক্রিকেট নয় সমান তালে খেলেছেন ফুটবলও।
×