ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উন্নয়ন ত্বরান্বিত করতে তিন অঙ্গের সমন্বয় চাই ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৮:০৮, ১৩ ডিসেম্বর ২০১৮

উন্নয়ন ত্বরান্বিত করতে  তিন অঙ্গের সমন্বয় চাই ॥ প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘জাতির বৃহত্তর স্বার্থে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও সামগ্রিক উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে রাষ্ট্রের তিনটি অঙ্গের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সংবিধানে আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের দায়িত্ব এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তিনটি অঙ্গের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গণতন্ত্রকে বিকশিত করে। বুধবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, দ্বিতীয় মহাযুদ্ধের পর যে সব উন্নয়নশীল দেশে লিখিত সংবিধান গ্রহণ করা হয়েছে তাতে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ করা হয়েছে। আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে যা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের বিষয়বস্তু। আর তৃতীয় ভাগে রাজনৈতিক ও নাগরিক অধিকার সংক্রান্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইন, মানবাধিকার ও ভোটাধিকার বিষয়ক এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী গোলাম রহমান ভূঁইয়া। এতে আরও বক্তব্য রাখেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।
×