ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন শীর্ষ পর্যায়ের কূটনীতিককে তলব করল পাকিস্তান

প্রকাশিত: ২০:০১, ১৩ ডিসেম্বর ২০১৮

মার্কিন শীর্ষ পর্যায়ের কূটনীতিককে তলব করল পাকিস্তান

অনলাইন ডেস্ক ॥ সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের কূটনীতিককে তলব করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাকিস্তান, ইরান, চীন ও রাশিয়াসহ ১২টি দেশকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে তালিকা প্রকাশ করার পর ইসলামাবাদ মার্কিন কূটনীতিক তলব করল। এসময় পাক পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পদক্ষেপের কড়া প্রতিবাদ করে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মার্কিন কূটনীতিকের কাছে একটি প্রতিবাদলিপিও হস্তান্তর করা হয়। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, দেশের সংখ্যালঘুদের অধিকার কীভাবে রক্ষা করতে হবে সে বিষয়ে কোনো দেশের পরামর্শের প্রয়োজন পাকিস্তানের নেই। পাকিস্তান বারবর মানবাধিকার রক্ষা করে এলেও অধিকৃত জম্মু-কাশ্মিরের মুসলমানসহ অনেক অধিকৃত ভূখণ্ডের জনগণের অধিকার দীর্ঘদন ধরে লঙ্ঘন করা হচ্ছে কিন্তু সারা বিশ্ব সে বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। পররাষ্ট্র দপ্তরে তলব ও প্রতিবাদের মুখে মার্কিন কূটনীতিক পাকিস্তানের কর্মকর্তাদেরকে আশ্বস্ত করেছেন যে, ইসলামাবাদের বক্তব্য ও মতামত ওয়াশিংটনের কাছে তুলে ধরা হবে।
×