ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন করতে বাধ্য হচ্ছে টিম ইন্ডিয়া

প্রকাশিত: ২১:৪২, ১৩ ডিসেম্বর ২০১৮

দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন করতে বাধ্য হচ্ছে টিম ইন্ডিয়া

অনলাইন ডেস্ক ॥ ক্রিকেটে উইনিং কম্বিনেশন বলে একটা কথা আছে। জয়ী দলকে না ভাঙাই রীতি। সাধারণত এটাই মেনে চলা হয়। পরিবর্তন করা হয় না জয়ী দলে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন করতে বাধ্য হচ্ছে টিম ইন্ডিয়া। পিঠের চোটের জন্য দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মিডল অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা। পেশিতে টানের জন্য নেই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। ফলে, অ্যাডিলেড টেস্টের দল থাকা এই দুই জনকে বসতে হচ্ছে বাইরে। রোহিতের জায়গায় খেলবেন হনুমা বিহারী। আর অশ্বিনের জায়গায় নামবেন সম্ভবত রবীন্দ্র জাদেজা। তবে পারথের সবুজ উইকেটের কথা ভেবে অন্য অঙ্কও থাকছে। ভারতীয় দল বৃহস্পতিবার ১৩ জনের যে দল ঘোষণা করেছে, তাতে মোট পাঁচ পেসারকেই রাখা হয়েছে। ইশান্ত শর্মা, জশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি তো থাকছেনই। রয়েছেন ভুবনেশ্বর কুমার, উমেশ যাদবও। ফলে, চার পেসারকে নিয়ে প্রথম এগারো গড়ার একটা ইঙ্গিত থাকছেই। তবে ভারতের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের যা দশা, তাতে ব্যাটের হাত ভাল, এমন বোলারকেই খেলানো উচিত। সেক্ষেত্রে ভুবনেশ্বরের নামার সম্ভাবনাই বাড়ছে। প্রথম টেস্টের আগে সিডনিতে প্রস্তুতি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন ওপেনার পৃথ্বী শ। তিনি এখনও গোড়ালির চোট সারিয়ে উঠতে পারেননি। ফলে, তাঁর খেলার প্রশ্নই নেই। অর্থাত্, পারথে লোকেশ রাহুল ও মুরলী বিজয়ই ওপেন করবেন। তিনে প্রথম টেস্টের নায়ক চেতেশ্বর পূজারা, চারে অধিনায়ক বিরাট কোহলি, পাঁচে অজিঙ্ক রাহানে, ছয়ে হনুমা বিহারী, সাতে ঋষভ পন্থ। এর পরই থাকছে অনিশ্চয়তা। একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা নাকি, চতুর্থ পেসার হিসেবে ভুবনেশ্বর, পরিষ্কার নয়। প্রথম টেস্টের তিন পেসার ইশান্ত শর্মা, জশপ্রীত বুমরা ও মোহাম্মদ শামিকে নিয়ে অবশ্য সংশয়ের জায়গা নেই। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×