ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পোরশা সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

প্রকাশিত: ০০:০২, ১৩ ডিসেম্বর ২০১৮

পোরশা সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ বৃহস্পতিবার ভোরে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফ বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত গরু ব্যবসায়ী হলো পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে মিজানুর রহমান(২৬)। স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে কয়েকজনের একটি দল চোরাই পথে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে সীমান্তের ২৩১(৮এস) নং মেইন পিলার থেকে প্রায় ৭শ’ গজ অভ্যন্তরে ভারতের কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ ৬০ ব্যাটালিয়নের সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যায়। এসময় অন্যরা পালিয়ে যায়। এ বিষয়ে বিজিবি ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা অবগত হয়েছি এবং কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
×