ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় দিগন্ত জুড়ে হলুদের সমারোহ

প্রকাশিত: ০০:০৩, ১৩ ডিসেম্বর ২০১৮

নওগাঁয় দিগন্ত জুড়ে হলুদের সমারোহ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শীতের শিশির ভেজা সকালে কুয়াশার চাদরে ঢাকা উত্তরের আবাদ উদ্বৃত্ত নওগাঁ জেলার বিস্তীর্ন মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখোরিত হয়ে উঠেছে। দিগন্ত জুড়ে যেন হলুদের সমারোহ। মাঠ জুড়ে উঁকি দিচ্ছে শীতের শিশির ভেজা সরিষা ফুলের দোল খাওয়া গাছগুলো। সরিষার সবুজ গাছের হলুদ ফুল শীতের সোনাঝরা রোদে যেন চিকচিক করছে। এ এক প্রকৃতির অপরুপ সৌন্দর্য। “গায়ে হলুদ বরণ সাজে”যেন প্রকৃতি কন্যা সেজেছে। চারপাশের মাঠ জুড়ে সরিষা ফুলের মৌ মৌ গন্ধে এখন মুখরিত ফসলের মাঠ। জানা গেছে এবার রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন হবে ও কৃষক বাড়তি মুনাফা পাবে বলেও মনে করছি।
×