ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০১:২০, ১৩ ডিসেম্বর ২০১৮

চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা মেহেরপুর মহাসড়কের আলমডাঙ্গা উপজেলার কুলপালায় ট্রাক-আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে দুসহোদরসহ ৩ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে। নিহতরা হলেন চুয়াডাঙ্গার সদর উপজেলার পীরপুর গ্রামের আলী হোসেনের ছেলে আলমসাধু চালক লিটন (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের আকুল ড্রাইভারের দুছেলে রাকিব (২১) ও সাকিব (১৩)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, পীরপুর গ্রামের আলী হোসেনের ছেলে স্যালো ইঞ্জিন চালিত যানবাহন আলমসাধু চালক লিটন (২৫) চালের বস্তা বোঝাই করে গ্রামে গ্রামে বিক্রি করার জন্য মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। কুলপাল নামকস্থানে পৌছুলে মেহেরপুরের দিক থেকে আসা চুয়াডাঙ্গাগামী (ঢাকা মেট্রো ট ২০-২৮৬৮) ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। ওই সময় চালক লিটন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনা ঘটিয়ে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে যাত্রীবাহী বাসের অপেক্ষায় থাকা দুভাই রাকিব ও সাকিবের ওপর ট্রাকটি চালিয়ে দিয়ে ট্রাকের চালক ও তার সহযোগী ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট গুরুতর আহত অবস্থায় দুভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজনের সহযোগীতায় পুলিশ ট্রাকটিকে আটক করে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
×