ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাবনায় ঐক্যফ্রন্টের প্রার্থী আবু সাইয়িদের উপর হামলায় আহত ১০

প্রকাশিত: ০২:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৮

পাবনায় ঐক্যফ্রন্টের প্রার্থী আবু সাইয়িদের উপর হামলায় আহত ১০

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পাবনা ১ আসনের ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের নির্বাচনী বহরে হামলা করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাঁথিয়া বাজারে এই ঘটনা ঘটে। এ সময় অধ্যাপক আবু সাইয়িদের গাড়িসহ দুটি গাড়ি ভাংচুর ও প্রার্থী আবু সাইয়িদসহ ১০ জন আহত হয়েছে। তিনটি মোটর সাইকেল লুটসহ একটি মোটর সাইকেল চালককে খুজে পাওয়া যাচ্ছে না। ঘটনার পরপরই প্রার্থী আবু সাইয়িদ স্বশরীরে সাঁথিয়া থানায় গিয়ে অভিযোগ করেছেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অধ্যাপক আবু সাইয়য়িদ নিজে এসে থানায় অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে আর কিছু বলতে পারছি না কেননা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমাদের চলতে হচ্ছে। ঘটনার বিষয়ে অধ্যাপক আবু সাইয়িদ জানান, তিনি ধোপাদহ ইউনিয়নে নির্বাচনী প্রচারণার জন্যে যাচ্ছিলেন । পথিমধ্যে সাঁথিয়া বাজারে স্থানীয় লোকজনের সাথে কুশলাদি বিনিময় করার সময় অতর্কিত আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক টুকুর লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তিনিসহ প্রায় ১০জন নেতাকর্মী আহত হয়েছে। একটি মোটর সাইকেলসহ চালককেও খুজে পাওয়া যাচ্ছে না। তিনটি মোটর সাইকেল তারা নিয়ে গেছে। তার গণজোয়ার দেখে টুকুর লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করেছে। আমি দ্রুত সেখান থেকে সাঁথিয়া থানায় গিয়ে আশ্রয় নেই। আমি নির্বাচন কমিশন বরাবর লিখিত ভাবে বিষয়টি অবহিত করবো বলেও জানান তিনি।
×