ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যালেটের মাধ্যমেই এ সরকারের পতন ঘটাতে হবে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৩:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৮

  ব্যালেটের মাধ্যমেই  এ সরকারের পতন ঘটাতে হবে ॥ মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ ডিসেম্বর ॥ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে ঠাকুরগাঁও-১ আসনে সকাল থেকে জনসংযোগ, জনসভা ও পথসভা করে ব্যস্ত সময় পার করছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে স্থানীয় বিএনপির আয়োজনে ঠাকুরগাঁও শহরের পাশে বরুনাগাঁও, ইয়াকুবপুর, সালন্দরসহ বিভিন্ন এলাকায় জনসভায় বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা বিএনপিসহ ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জনসভায় ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমরা বাংলাদেশের সব বিরোধী দল একজোট হয়েছি। কারণ এই নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার পরিবর্তনের যে সুযোগ, সেই সুযোগকে আমরা জনগণের ভোটের মাধ্যমে কাজে লাগাতে চাই। ‘নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমরা এই সরকারের পরিবর্তন আনতে চাই’ তাই সামনের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গোটা ব্যবস্থাকে পরিবর্তন করতে পারেন আপনার।’ ধানের শীষ বিজয়ী হলে শিক্ষিত যুবকদের বেকার ভাতা প্রদানসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেন ফখরুল। সেই সঙ্গে হিন্দু-বৈদ্ধ-খ্রীস্টান সম্প্রদায়ের জন্য একটি আলাদা মন্ত্রাণালয় তৈরি করবেন বলে ঘোষণা দেন।
×