ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনা-৩ আসনে নৌকার প্রচারে শিল্পী কুদ্দুস বয়াতী

প্রকাশিত: ০৪:০০, ১৪ ডিসেম্বর ২০১৮

 নেত্রকোনা-৩ আসনে নৌকার প্রচারে  শিল্পী কুদ্দুস  বয়াতী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৩ ডিসেম্বর ॥ নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে নৌকা প্রতীকের প্রচারে নেমেছেন দেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী। ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষে দু’দিন যাবত গানে গানে প্রচার চালাচ্ছেন তিনি। এরই মধ্যে তার প্রচার কার্যক্রম ভোটারদের নজর কেড়েছে। জানা গেছে, আব্দুল কুদ্দুস বয়াতীর বাড়ি কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে। গত বুধবার তিনি ভাটি অঞ্চলের আরেক জনপ্রিয় বাউল সালাম সরকার, বেতার শিল্পী দিলবাহার খান ও গোলাম মোস্তফাসহ আরও কয়েক শিল্পীর সমন্বয়ে গঠিত একটি সঙ্গীত দল নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামেন। একটি পিকআপ ভ্যানে বসে বিভিন্ন হাটে-বাজারে গিয়ে বাদ্য-বাজনা বাজিয়ে নৌকার জয়গান করছেন তারা। গানে গানে তুলে ধরছেন গত দশ বছরে বাস্তবায়িত শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। আব্দুল কুদ্দুস বয়াতী বলেন, ‘অসীম কুমার উকিল একজন যোগ্যপ্রার্থী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। তাই তার নৌকাকে বিজয়ী করতে আমি স্থানীয় শিল্পীদের নিয়ে জনগণের কাছে ভোট প্রার্থনা করছি।’
×