ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় আওয়ামীলীগ-বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২০

প্রকাশিত: ০৪:১৫, ১৩ ডিসেম্বর ২০১৮

হাতিয়ায় আওয়ামীলীগ-বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী হাতিয়ার নলের চরে থানার হাট ও দরবেশ বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামীলীগ ও বিএনপি দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এসময় কয়েকটি গাড়ি ও দোকান ভাংচুর করে উত্তেজিত সমর্থকরা। জানাযায় বিশাল গাড়ি বহর নিয়ে বিএনপি প্রার্থী ফজলুল আজিম নলের চরে থানার হাটে সন্ধ্যার পর পথ সভায় যোগ দেন। পথ সভা শেষে দরবেশ বাজার এলাকায় আসলে আজিম সমর্থকরা বাজারের দোকান পাঠে হামলা করে বলে ২নং চানন্দী ইউনিয়নে যুবলীগ সভাপতি নাজিম উদ্দিন অভিযোগ করেন। তিনি আরও বলেন বিএনপি সমর্থকরা দরবেশ বাজার ও আল-আমিন বাজারের আওয়ামীলীগ অফিসে হামলা করেন। এতে উভয় পক্ষের মধ্যে মুখামুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাঞ্চন মাঝি (৫০) মোঃ রহিম (২৬) স্বপন (৩০) শাহাদাত (৩৫) ছারোয়ার (২৬) রুবেল (২৮) জসিম মাঝি (৩৫) ও বেলাল মেস্তুরী (২৮) সহ ২০ জন আহত হয়। আহতের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ব্যাপারে বিএনপি প্রার্থী ফজলুল আজিমের মোবাইলে বার বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি তা ধরেননি। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
×