ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভার হানাদার মুক্তদিবস আজ

প্রকাশিত: ০৪:১৭, ১৪ ডিসেম্বর ২০১৮

 সাভার হানাদার মুক্তদিবস  আজ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৩ ডিসেম্বর ॥ আজ ১৪ ডিসেম্বর সাভার মুক্ত দিবস। মুক্তিযোদ্ধাদের হাতে নাস্তানাবুদ হয়ে পশ্চাদপসারণকারী হানাদার বাহিনীর সঙ্গে উপজেলার আশুলিয়ার জিরাব এলাকাার ঘোষবাগ-গঙ্গাবাগ গ্রামে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের এক গেরিলা গ্রুপের সম্মুখ যুদ্ধের মাধ্যমে সাভার হয়েছিল শত্রুমুক্ত। ওই যুদ্ধে গোলাম মোহাম্মদ দস্তগীর টিটু নামে এক অকুতোভয় অসীম সাহসী কিশোর শহীদ হন। টিটু তখন দশম শ্রেণীর ছাত্র। ভারতে প্রশিক্ষণ শেষে সেক্টর কমান্ডার খালেদ মোশারফের বাহিনীতে তিনি যুক্ত হন। এরপর বাংলাদেশ শত্রুমুক্ত হওয়া পর্যন্ত গ্রুপটির কমান্ডার ছিলেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। নাসিরউদ্দিন ইউসুফের গেরিলা গ্রুপের সঙ্গে টিটু ৮ ডিসেম্বর উপজেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর গ্রামের মুক্তিযোদ্ধা ক্যাম্পে এসে অবস্থান নেন। ১৪ ডিসেম্বর সকালে পাক হানাদার বাহিনীর একটি দল টাঙ্গাইল থেকে বিতাড়িত হয়ে ঢাকার পথে জিরাব এলাকার ঘোষবাগ গ্রামে এসে পৌঁছলে মুক্তিযোদ্ধা ক্যাম্পে সে খবর পৌঁছে যায়। শত্রু হত্যার সাফল্যে উচ্ছ্বসিত টিটু সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে গুলি করতে করতে সামনে এগিয়ে যেতে থাকেন। হঠাৎ এক ঝাঁক তপ্ত বুলেটের আঘাত থামিয়ে দেয় টিটুর প্রাণটিকে। মুহূর্ত্বে লুটিয়ে পড়ে টিটুর দেহ। সাভারের লাল মাটিকে আরও লাল করে অসীম সাহসী টিটুর হৃদয়স্পন্দন ধীরে ধীরে সেখানে থেমে যায়। ততক্ষণে সাভার হয় শত্রুমুক্ত।
×