ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু অধিকার দিবস

প্রকাশিত: ০৪:১৯, ১৪ ডিসেম্বর ২০১৮

 সংখ্যালঘু অধিকার দিবস

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির উদ্যোগে এই মানববন্ধন করা হয়। জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির সভাপতি অধ্যাপক মুখার্জী রবীন্দ্রনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, নারীনেত্রী পারভিন আহম্মেদ, রিজিয়া পারভীন, জ্যোৎস্না দেবনাথ, মুক্তিযোদ্ধা মানিক লাল মজুমদার, মারুফ আহম্মেদ, বিষ্ণু পদ দাস, অনিতা রায়, মুরাদ মল্লিক, জিৎ সাহা প্রমুুখ। মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় আইনের যথাযথ প্রয়োগের দাবি এবং সংখ্যালঘুর মানবাধিকার সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
×