ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি কাজ না করে মানুষের হক খেয়ে ভোট লুটতে চায় ॥ মতিয়া

প্রকাশিত: ০৫:০৩, ১৪ ডিসেম্বর ২০১৮

 বিএনপি কাজ না  করে মানুষের হক খেয়ে ভোট  লুটতে চায় ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৩ ডিসেম্বর ॥ বিএনপি কাজ না করে মানুষের হক খেয়ে ভোট লুট করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগ প্রার্থী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলার নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ভোট নিয়ে কাজ করি। কাজ না করে ভোট পাওয়া যায় না। আমরা অপজিশনে থেকেও কাজ করি। আর এরা (বিএনপি) কোন কাজ না করে টিআর-কাবিখা লুটপাট করে। আমরা কাজ করে ভোট পেতে চাই। আর ওরা কাজ না করে মানুষের হক খেয়ে ভোট লুট করতে চায়। এই হলো পার্থক্য বিএনপির সঙ্গে বা অন্যদের সঙ্গে আওয়ামী লীগের। তিনি জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘বলেন কাজ করেছি কিনা?’ তার কথায় জনতা সাড়া দিলে তিনি বলেন, ‘যদি কাজ করে থাকি, তবে আরও কাজ করতে চাই।’ কৃষিমন্ত্রী বলেন, ‘একটা হোন্ডা-দুইটা গুন্ডা- ইলেকশন ঠা-া’ এই হলো বিএনপির নীতি। আর আওয়ামী লীগের নীতি হচ্ছে জনগণের ম্যান্ডেট। আওয়ামী লীগ সারা জীবন জনগণের রায় নিয়ে ক্ষমতায় গেছে। মতিয়া চৌধুরী আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে ইমারজেন্সি আসে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তাদের কুশাসনের ফলে দেশে ইমারজেন্সি এলো। অথচ এর পূর্বে জননেত্রী শেখ হাসিনা সফলভাবে দেশ চালিয়ে ক্ষমতা হস্তান্তর করল। অন্যদের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য এখানেই। শেখ হাসিনা পারে। বিএনপি পারে না। রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল প্রমুখ। সভায় হাজারও নেতাকর্মী ও নৌকা সমর্থকরা অংশ নেন। এর আগে মন্ত্রী নন্নী ইউনিয়নে ও পরে শহরের কামারপট্টিতে পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।
×