ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্ণ হলো ‘হরবোলার এক কুড়ি’

প্রকাশিত: ০৫:০৫, ১৪ ডিসেম্বর ২০১৮

 পূর্ণ হলো  ‘হরবোলার এক কুড়ি’

স্টাফ রিপোর্টার ॥ আবৃত্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৯৮৮ সালে যাত্রা করে আবৃত্তি সংগঠন ‘হরবোলা’। নিরন্তর পথচলার পরিক্রমায় সংগঠনটি পূর্ণ করেছে প্রতিষ্ঠার দুই দশক। সাফল্যের এ উদ্যাপনে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় ‘হরবোলার এক কুড়ি’ শীর্ষক বছরব্যাপী অনুষ্ঠানমালার। সে আয়োজনের সমাপনী অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত রায়, আহ্কাম উল্লাহ্, মেহেদী হাসান, শারমিন লাকী, সৈয়দ শহীদুল ইসলাম নাজু, মাসুম আজিজুল বাসার, তামান্না তিথি, আব্দুল গাফফার শেখ, জাকির হোসেন তপন ও জলতরঙ্গের বাচিকশিল্পীরা। হরবোলার পরিচালক মজুমদার বিপ্লব, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও রুশনান মূর্তজা লুবা পরিবেশন করেন যুদ্ধ মানবমুক্তির কবিতা।
×