ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্ধারিত সময়ের আগেই বন্ধ হচ্ছে ‘গুগল প্লাস’

প্রকাশিত: ০৫:২৬, ১৪ ডিসেম্বর ২০১৮

 নির্ধারিত সময়ের আগেই বন্ধ হচ্ছে ‘গুগল প্লাস’

নির্ধারিত সময়ের চার মাস আগেই সামাজিক মাধ্যম ‘গুগল প্লাস’ বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি। আরেকবার তথ্য ফাঁসের শিকার হওয়ায় আগেই বন্ধ হতে যাচ্ছে গুগল প্লাস সেবা। ২০১৯ সালের আগস্ট মাসে সেবাটি বন্ধ করার কথা থাকলেও এবার এপ্রিলেই বন্ধ হচ্ছে গুগলের সামাজিক মাধ্যমটি। ফলে, আরও ৯০ দিনের মধ্যেই বন্ধ হচ্ছে এর এপিআই এ্যাকসেস। গুগলের পক্ষ থেকে বলা হয়, এবারের তথ্য ফাঁসের ঘটনায় ৫.২৫ কোটি গ্রাহক আক্রান্ত হয়েছেন। এতে তাদের নাম, ই-মেইল, পেশা এবং বয়স ডেভেলপারদের কাছে উন্মুক্ত হয়ে থাকতে পারে। এমনকি যেসব গ্রাহকের এ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করা ছিল তারাও আক্রান্ত হতে পারেন। এই ত্রুটির ফলে তিন বছর ধরে ডেভেলপারের কাছে গ্রাহকের ডেটা উন্মুক্ত ছিল। চলতি বছরের মার্চ মাসে এই ত্রুটি বের করা হলেও অক্টোবরে এটি জানানো হয়। এতে প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। এরপরই গুগল প্লাসের গ্রাহক সংস্করণ বন্ধের ঘোষণা দেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×