ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের প্রবৃদ্ধি হ্রাসের আশঙ্কা

প্রকাশিত: ০৫:২৭, ১৪ ডিসেম্বর ২০১৮

 ফ্রান্সের প্রবৃদ্ধি হ্রাসের  আশঙ্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ফ্রান্সের প্রবৃদ্ধি হ্রাসের আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। জানান, দেশটিতে চলমান ‘ইয়ালো ভেস্ট’ আন্দোলনের কারণে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে। এ আন্দোলনকে অভ্যন্তরীণ অর্থনীতির জন্য বড় বিপর্যয় হিসেবে অভিহিত করেন দেশটির অর্থমন্ত্রী বরুনো লো। ফ্রান্সের রিটেইল ফেডারেশন জানায়, ১৭ নবেম্বর বিক্ষোভ শুরুর পর প্রায় ১০০ কোটি ইউরো ক্ষতির মুখে পড়েছে দেশটির খুচরা বিক্রেতারা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী জোটের প্রধান বলেছেন, এই ক্ষতির পরিমাণ বেড়ে ১ হাজার কোটি ইউরো হতে পারে। এছাড়া প্যারিসে পর্যটকের সংখ্যা হ্রাস পাবে বলে আশঙ্কা করছে নগরটির পর্যটন দফতপর্যটন খাতে মেক্সিকোর ১৪৩ কোটি ডলার আয়।
×