ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পল্লীমা সংসদ স্কুল টিটি শুরু

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৮

পল্লীমা সংসদ স্কুল টিটি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইউসিবি পল্লীমা সংসদ স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টে’র দ্বিতীয় আসর। পল্লীমা সংসদ প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টে ১০ ক্যাটাগরিতে অংশ নিচ্ছে ২৩ স্কুলের ১৩৫ প্রতিযোগী। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে (প্রতিবন্ধী) ৬ স্কুলের ৫০ প্রতিযোগী অংশ নিচ্ছে। টুর্নামেন্টের বাজেট আড়াই লাখ টাকা। ইভেন্টগুলো হলো : বালক/বালিকা (দলগত, সব শ্রেণী), বালক/বালিকা (একক, ২য়-৬ষ্ঠ শ্রেণী), বালক/বালিকা (একক, সব শ্রেণী)। অংশ নেয়া সব প্রতিযোগীকেই সার্টিফিকেট দেয়া হবে। চ্যাম্পিয়ন ও রানারআপ খেলোয়াড়কে ট্রফি ও মেডেল দেয়া হবে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হাসিবুল আসাদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীমা সংসদের সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য আসাদুর রহমান নাসিম।
×