ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:২৫, ১৪ ডিসেম্বর ২০১৮

 নতুন গবেষণা

ভাঁজ করা যাবে কৃত্রিম আঙ্গুল কবজিসহ কৃত্রিম আঙ্গুলগুলো সাধারণ আঙ্গুলের মতোই ভাঁজ করা যায়। নাড়ানোর পাশাপাশি চাইলে আঙ্গুল দিয়ে কোন কিছু স্পর্শ ও ধরা যায়। নিউরাল প্রযুক্তি কাজে লাগিয়ে কৃত্রিম কবজিটি তৈরি করেছে সুইডেনের চালমারস ইউনিভার্সিটি অব টেকনোলজির একদল গবেষক। দ্বীপে খাবার সরবরাহে ড্রোন কানাডার প্রত্যন্ত অঞ্চলের দ্বীপ মুজ ফ্যাক্টরি আইসল্যান্ড। শীতের সময় বেশ বিপদে পড়ে মুজ নদী ঘেরা এই দ্বীপের বাসিন্দারা। নদীর পানি বরফ হয়ে যাওয়ায় নৌকা নিয়ে মূল শহরে যাতায়াত করা যায় না। আর তাই এবার শীতের সময় ড্রোনে করে খাবার সরবরাহ করা হবে দ্বীপটিতে। এ জন্য একটি ড্রোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র : সায়েন্স ডেইলি
×