ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেনা মোতায়েন ২৪ ডিসেম্বর থেকে ॥ ইসি সচিব

প্রকাশিত: ০৭:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৮

সেনা মোতায়েন  ২৪ ডিসেম্বর  থেকে ॥ ইসি সচিব

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর থেকে মাঠে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। হেলালুদ্দীন আহমেদ বলেন, ইসি সিদ্ধান্ত নিয়েছে ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ২২ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন হবে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। শনিবার এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত হবে। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নিবন্ধিত শরিক দলের প্রার্থীদের পোস্টারে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবি ব্যবহার প্রসঙ্গে ইসি সচিব বলেন, নিবন্ধিত কোন দলের প্রার্থী তাদের জোটের প্রতীক ব্যবহার করতে পারলেও তার দলের প্রধানের ছবি পোস্টারে ব্যবহার করতে পারবে না। যারা দলের মনোনীত প্রার্থী তারাই কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে। আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে কেউ কেউ সুপারিশ করেছেন মিডিয়াকে নিয়ন্ত্রণে রাখার। আপনাদের ভাবনা কী এমন প্রশ্নে হেলালুদ্দীন আহমদ বলেন, এখানে আসলে নিয়ন্ত্রণ বলা যাবে না। তারা বলেছেন, কার্ড ছাড়া যেন কোন সাংবাদিক ভোটকেন্দ্রে প্রবেশ না করে। কারণ অনেক অনলাইন পত্রিকা আছে, যারা ভুয়া। তারা যেন কেন্দ্রে প্রবেশ করার সুযোগ না পায়। সেই বিষয়ে তারা মত দিয়েছেন। কারণ তারা (ভুয়া সাংবাদিক) যে ভোটকেন্দ্র ঢুকে ব্যালট পেপার ছিনতাই করবে না এমনটা তো বলা যাবে না।
×