ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

না’গঞ্জে জামায়াতের প্রেসক্রিপশনে পুলিশে বদলি হচ্ছে ॥ শামীম ওসমান

প্রকাশিত: ০৭:৫৯, ১৪ ডিসেম্বর ২০১৮

 না’গঞ্জে জামায়াতের  প্রেসক্রিপশনে পুলিশে  বদলি হচ্ছে ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আমি খুবই অবাক হই, জামায়াতে ইসলামীর প্রেসক্রিপশনে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন ট্রান্সফার (বদলি) হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করতে চাই কাকে, কি কারণে পরিবর্তন করা হচ্ছে, সে ব্যাপারে আমরা ব্যাখ্যা চাইব। শামীম ওসমান বলেন, আবারও যদি কেউ জনগণের ওপর হামলা করতে চায়, জনগণকে বোমা হামলার শিকার করতে চায়, জনগণকে টার্গেট করতে চায়, তাহলে নারায়ণগঞ্জ থেকে যা শুরু হবে সারা বাংলাদেশের সবাই চেয়ে চেয়ে দেখবে, এবার আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্বাধীনতা বিরোধীদের এক সেকেন্ডের জন্য ছাড় দেব না। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গণসংযোগ ও নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সংসদ সদস্য শামীম ওসমান জালকুড়ি এলাকায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সেখান থেকে এলাকায় কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
×