ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙ্গে দেয়াকে অবৈধ বলল সুপ্রীমকোর্ট

প্রকাশিত: ০৮:০০, ১৪ ডিসেম্বর ২০১৮

শ্রীলঙ্কার পার্লামেন্ট ভেঙ্গে দেয়াকে অবৈধ বলল সুপ্রীমকোর্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ গত মাসে প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনার সংসদ ভেঙ্গে দেয়াকে অবৈধ বলে রায় দিয়েছে শ্রীলঙ্কার সুপ্রীমকোর্ট। নবেম্বরে শ্রীলঙ্কার সংসদ ভেঙ্গে দিয়ে জানুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট সিরিসেনা। এর আগে অক্টোবরের শেষ দিকে তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। খবর ইয়াহু নিউজের। সিরিসেনার এ সিদ্ধান্ত বিরোধিতার মুখে পড়ার পর তিনি সংসদ ভেঙ্গে দেন। কিন্তু বৃহস্পতিবার সুপ্রীমকোর্ট প্রেসিডেন্টের ওই পদক্ষেপ অবৈধ ঘোষণা করল। রায়ে আদালত বলেছে, ‘প্রেসিডেন্ট সাড়ে চার বছরের আগে সংসদ ভেঙ্গে দিতে পারেন না।’ আদালতের এ রায়ে বিক্রমাসিংহ প্রধানমন্ত্রিত্ব ফিরে পেতে পারেন। কারণ সংসদে এখনও তার জোর সমর্থন আছে।
×