ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কোরিয়া স্বাস্থ্য খাতে আরও সহযোগিতার করতে আগ্রহী

প্রকাশিত: ০৮:০০, ১৪ ডিসেম্বর ২০১৮

 কোরিয়া স্বাস্থ্য খাতে আরও সহযোগিতার  করতে আগ্রহী

স্টাফ রিপোর্টার ॥ কোরিয়ার সহায়তা সংস্থা ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) বাংলাদেশের স্বাস্থ্য খাতে আরও সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীতে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তারা আগামী ফেব্রুয়ারিতে নতুন প্রকল্প শুরু করার আগ্রহ দেখায়। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে ইডিসিএফের কান্ট্রি ডিরেক্টর কিম কিয়ং জু সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী কোরিয়া সরকার ও ইডিসিএফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতসহ আর্থ-সামাজিক খাতে কোরিয়ার অবদান অনস্বীকার্য। দেশের জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা করার আহবান জানান মন্ত্রী। বাংলাদেশে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বর্তমানে ইডিসিএফের অর্থায়নে সাতটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আরও সাতটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে। তারা এদেশে ০.০১ শতাংশ হারে সহজ সুদে ঋণ দিয়ে উন্নয়নে সহায়তা করে থাকে। এ সময় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন, বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্পের পরিচালক ডাঃ জুলফিকার রহমান খান উপস্থিত ছিলেন।
×