ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৮:০৭, ১৪ ডিসেম্বর ২০১৮

  ফ্যাশন সংবাদ

ব্যাঙ তারুণ্যে উদ্ভাসিত ব্যাঙ তারুণ্যের জয়গান গেয়ে থাকেন প্রতিটি উৎসবে। তাই তারুণ্যের জয়গাঁথা, তারুণ্যনির্ভর প্রতিটি দিবসকে সামনে রেখে ব্যাঙ তরুণদের সঙ্গে একাত্মতা প্রকাশে আয়োজন করে ফ্যাশনেবল দিবস উপযোগী পোশাক। ব্যাঙ নিজের সৃজনশীলতায় তৈরি করেছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবি, বেøজার, সোয়েটার, কটিসহ নানারকম মানানসই পোশাক। শীতের এই হিমেল হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। হট লাইন: ০১৯৭৭১১২২৬৪ দেশীদশ প্রতিবারের মতো এবারের বিজয় দিবসেও দেশীদশ সেজেছে জ্বলজ্বলে লাল সবুজে যেন সবুজের বুকে লাল সূর্যটা ঝলমল উচ্ছ¡ল প্রাণের বন্যা। সমকালীন ফ্যাশন চলমানতাকে সামনে রেখে অত্যন্ত আধুনিকতায় দেশীদশে একাধারে নিপুণ, কে-ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলারমেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা, সৃষ্টিসহ ১০টি ফ্যাশন হাউস সেজেছে লাল সূর্যের সবুজ ছায়ায়। ইজি ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে ইজি বরবারই এগিয়ে। এই শীতে ইজির সবগুলো আউটলেট সেজেছে উইন্টার কালেকশনে। পাশ্চাত্য ফ্যাশনের চলতি ধারার সঙ্গে সমন্বয় রেখে তরুণদের জন্য বর্ণিল পোশাকে সেজেছে। পুরুষদের শীতকালীন ফ্যাশনে প্রাধান্য পাচ্ছে স্লিম ফিট কাট। ইজির উইন্টার কালেকশনে রয়েছে হুডি, জ্যাকেট, সোয়েটার, কোট, জিন্স, গ্যাবার্ডিনসহ নানা ট্রেন্ডি পোশাক। ইজির পোশাকের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে পোশাকগুলো একদিকে ট্রেন্ডি, অন্যদিকে দামও সাধ্যের মধ্যে। যোগাযোগ : ০১৭১১১০৪২৪৯। লাইক পেইজ : Easy Fashion Ltd. ওয়েব সাইট www.easyfashionbd.com
×