ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫০, ১৪ ডিসেম্বর ২০১৮

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়। উইন্ডিজকে ১৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে অনায়েসেই জয় তুলে নেয় বাংলাদেশ। যদিও পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। টাইগারদের ২৫৫ রানের জবাবে নাটকীয় ম্যাচে শেষ ওভারে জয় তুলে নেয় সফরকারী দলটি। উইন্ডিজের জয়ে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে যারা জিতবে ট্রফি তাদেরই। চলতি বছরের মাঝামাঝিতে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল বাংলাদেশ। সেখানে টাইগাররা টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর ওয়ানডে সিরিজ জিতে নিয়েছিল ২-১ ব্যবধানে। বাংলাদেশ একাদশ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মো. সাইফুদ্দিন, মেহদি হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক) এবং মুস্তাফিজুর রহমান। উইন্ডিজ একাদশ চন্দ্রপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ফ্যাবিয়ান এলেন, কেমো পল, কেমার রোচ এবং দেবেন্দ্র বিশু।
×