ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ার বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত: ২১:২৮, ১৪ ডিসেম্বর ২০১৮

রাশিয়ার বিরুদ্ধে পুনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার বিরুদ্ধে পূনরায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো ছয় মাসের জন্য নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ’ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ভাষ্য, ইউক্রেন সংকট সমাধানে মিনস্ক চুক্তি বাস্তবায়ন না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা পুনরায় জারি হলো। ইইউ-এর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের নেতারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপে সম্মত হয়েছেন। রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের নেতাদের মধ্যে ২০১৫ সালে বেলারুশে যুদ্ধবিরতি যুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ইউক্রেনের পূর্বাঞ্চলে সংঘর্ষরত দেশটির সেনাবাহিনী ও রুশপন্থি অস্ত্রধারীরা নিজ নিজ অবস্থান থেকে ভারী অস্ত্র সরিয়ে নেবে এবং পরিপূর্ণভাবে যুদ্ধবিরত পালন করবে। কিন্তু এই চুক্তি আদৌ বাস্তবায়ন করেনি রাশিয়া, অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের। ২০১৪ সালের জুলাইয়ে ইউক্রেনে্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ইইউ।
×