ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থীর প্রেস ব্রিফিং

প্রকাশিত: ২২:০৭, ১৪ ডিসেম্বর ২০১৮

খাগড়াছড়িতে বিএনপি প্রার্থীর প্রেস ব্রিফিং

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নেতাকর্মীদের উপর অব্যাহত হামলা, মামলা, প্রচার কাজে বাধা ও হুমকির অভিযোগ করেছেন, খাগড়াছড়িতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ। আজ শুক্রবার সকালে আয়োজিত প্রেস ব্রিফিং- এ অভিযোগ করে বলেন, এ সব ঘটনায় প্রশাসনকে তাৎক্ষনিক জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। উল্টো বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও এলাকা ছাড়া করা হচ্ছে। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভপতি আবু ইউসুফ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। তিনি অভিযোগ করেন, বৃহস্প্রতিবার খাগড়াছড়ি সদর শালবন হরিনাথ পাড়া গ্যাপ এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচারনা ও গণ-সংযোগের সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ও মারধর করছে আওয়ামীলীগ সন্ত্রাসীরা। দুপুর ২.৩০ঘটিকা বিএনপির নেতৃবৃন্দ গণ-সংযোগ করার সময় আওয়ামী সন্ত্রাসী ব্লাক জুয়েল, মো.আরিফ, মো. সুমন সহ ১৫/২০ জন প্রচারনার গাড়ীতে অতর্কিত হামলা করে। হামলায় বিএনপির ৫জন নেতাকর্মীকে গুরুতর আহত করে এবং পৌর বিএনপির কোষাধক্ষ্য শাহ জালালের বাড়িতে হামলা করে, মাইক ও গাড়ী ভাংচুরে ব্যাপক ক্ষতি সাধন করে। আহত নেতাকর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায় নেতৃবৃন্দ। আহতরা হচ্ছেন জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সৌভাগ্য ত্রিপুরা ডানো, প্রচার সম্পাদক মো.শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. সোহাগ, সহ প্রচার সম্পাদক রিদয় ও সদস্য মো. জালাল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ অশান্ত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে প্রতিদিন অতর্কিত হামলা করে যাচ্ছে। এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলোকে তাৎক্ষনিকভাবে লিখিত ও মৌখিক ভাবে জানানো হলেও কোন প্রতিকার হচ্ছে তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে নির্বাচনী পরিবেশ তৈরীর আহবান জানাচ্ছি।
×