ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় আইএস দখলিকৃত শেষ শহর পুনরুদ্ধার

প্রকাশিত: ২২:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৮

সিরিয়ায় আইএস দখলিকৃত শেষ শহর পুনরুদ্ধার

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ায় পূবাঞ্চলে মার্কিন সামরিক জোটের সহায়তায় অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী আইএস নিয়ন্ত্রিত সর্বশেষ শহর পুনরুদ্ধার করেছে সিরীয় সরকারি বাহিনী। শুক্রবার এই কথা জানায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েকমাসে ব্যাপক সামরিকস ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা। সিরিয়ান অবজারভেটরি জানালো আইএসের নিয়ন্ত্রণে থাকা শেষ শহর হাজিন পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। ইরাকি সীমান্তে অবস্থিত এই শহরে পাঁচ হাজার সশস্ত্র জিহাদি রয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কমান্ডার। ২০১৪ সালের শুরুতে আইএস সিরিয়ার রাক্কা শহর দখল করে নিয়ে একে রাজধানী ঘোষণা করে। একই বছরের জুন মাসে গোষ্ঠীটি ইরাকের মসুল শহর দখল করার পর এর নেতা আবু বকর আল বাগদাদি খেলাফতের ঘোষণা দেয়। এক বছরের মধ্যে আইএস সিরিয়ার পূর্বাঞ্চলের বেশিরভাগ শহর ও ইরাকের প্রায় এক তৃতীয়াংশ দখল করে নেয়। ওই বছরই আইএস’কে ঠেকাতে ও চূড়ান্তভাবে পরাজিত করতে ৭৭টি দেশ মিলে আন্তর্জাতিক জোট গঠন করে। ২০১৭ সালের মধ্যে সংগঠনটি সামরিক পরাজয় বরণ করে ও এর রাজধানীসহ সব বড় শহর থেকে বিতাড়িত হয়। ২০১৮ সালের জানুয়ারি মাসের মধ্যে সিরিয়ার একটি ছোট এলাকার মধ্যে আটকে পড়ে আইএস। তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলে সংগঠনটি এখনও অনেক বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে।
×