ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে জামায়াতের জেলা আমিরসহ গ্রেফতার ৭০

প্রকাশিত: ২৩:৫৯, ১৪ ডিসেম্বর ২০১৮

রাজশাহীতে জামায়াতের জেলা আমিরসহ গ্রেফতার ৭০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর পুঠিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে জেলা ও নগর পুলিশের বিশেষ অভিযানে আরও ৭০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জেলা পুলিশের ৩২ জন ও নগর পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র আব্দুর রাজ্জাক খান জানান, আজ শুক্রবার ভোরে পুঠিয়া থানার পুলিশ উপজেলার জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৩১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে গোদাগাড়ী থানায় একজন, তানোর থানায় পাঁচজন, মোহনপুর থানায় তিনজন, পুঠিয়া থানায় তিনজন, বাগমারা থানায় তিনজন, দুর্গাপুর তানায় ছয়জন, চারঘাট থানায় তিনজন ও বাঘা থানায় সাতজন। মাদকসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে, নগর পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারি কমিশনার ইফতে খায়ের আলম।
×