ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাঁথিয়ায় জামাত-শিবিরই আবু সাঈদের গাড়িতে হামলা চালিয়েছে ॥ টুকু

প্রকাশিত: ০৩:২১, ১৪ ডিসেম্বর ২০১৮

সাঁথিয়ায় জামাত-শিবিরই আবু সাঈদের গাড়িতে হামলা চালিয়েছে ॥ টুকু

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পাবনা-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদের গাড়িতে হামলাq জামায়াত-শিবির জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি। তিনি বলেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিল করতে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযুক্ত করে আবু সাঈদ পরিকল্পিত মিথ্যাচার করছেন। আজ শুক্রবার দুপুরে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগকার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামসুল হক টুকু এসব কথা বলেন।এই আসনে শামসুল হক টুকু আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।টুকু বলেন, অধ্যাপক আবু সাঈদ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে গণফোরামে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হয়েছেন। অধ্যাপক সাঈদের কারণে এ আসনে জামায়াত তাদের প্রার্থী দিতে না পারায় সংক্ষুব্ধ হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের জন্য অধ্যাপক সাঈদকে দায়ী মনে করে জামায়াত নেতাকর্মীরা। এখন, আদর্শ বিচ্যুত হয়ে জামায়াতের সমর্থন পেতে তিনি নানা ছল চাতুরি করছেন। টুকু বলেন, বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করতে যাচ্ছিলেন আবু সাঈদ। এ খবর পেয়ে জামায়াত নেতাকর্মী তাকে প্রতিরোধ করতেই গাড়িবহরে হামলা করে। ঘটনার সঙ্গে কোন ভাবেই আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত নয়। বিভিন্ন গণমাধ্যমে ঐক্যফ্রন্ট প্রার্থী অসত্য বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির কথা বলে ধানের শীষের প্রার্থী হয়ে আবু সাঈদ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে প্রতারণা করেছেন। বিভিন্ন স্থানে তিনি নিজ কর্মী ও বেড়া সাঁথিয়ার সাধারণ মানুষের কাছে ধিকৃত হচ্ছেন। কোথাও জনরোষে পড়ছেন। তবে, নির্বাচনী আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সকল প্রার্থীর প্রচারণায় সর্বাত্মক নিরপত্তা প্রদানের জন্য প্রশাসনের নিকট দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঃ সম্পাদক তপন হায়দার সানসহ অন্যান্য আ’লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া বাজার, ধোপাদহ এবং জোড়গাছায় ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী আবু সাঈদের গাড়িতে দফা দফায় হামলা করে দুর্বৃত্তরা। এ হামলার জন্য আবু সাঈদ আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক টুকুর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেন।
×