ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মধুপুর-ধনবাড়ীর জনগণ উন্নয়নের প্রতিদান দিতে চান ভোট দিয়ে

প্রকাশিত: ০৪:০৭, ১৫ ডিসেম্বর ২০১৮

  মধুপুর-ধনবাড়ীর জনগণ  উন্নয়নের প্রতিদান  দিতে চান ভোট দিয়ে

ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি তার নিজ নির্বাচনী এলাকায় যেসব উন্নয়ন করেছেন, জনগণ এবারও তার প্রতিদান দিতে চান ভোট দিয়ে। এই দুই উপজেলায় বর্তমান সরকারের সময়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটাররা গত তিনবারের এমপি ড. আব্দুর রাজ্জাককেই বেছে নিতে চান। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ আয়োজন করে কর্মিসভার। মধুপুর ও ধনবাড়ীতে অনুষ্ঠিত কর্মিসভা জনসভায় পরিণত হয়। বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে দলীয় কর্মীরা ছাড়াও সাধারণ ভোটারদের উপস্থিতি দেখা যায়। ধনবাড়ী উপজেলা কলেজিয়েট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ভোটারদের উদ্দেশে বলেন, এবারের নির্বাচন উন্নয়ন-অগ্রগতি আর স্বাধীনতা রক্ষার নির্বাচন। এবারের নির্বাচন স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী নির্বাচন। সেই নির্বাচনে সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে এবং উন্নয়ন ও শান্তির পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকলে এবার নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। নির্বাচনী প্রচারে ধনবাড়ী-মধুপুরের মানুষের যে ভালবাসা ও আগ্রহ দেখা যাচ্ছে তাতে মনে হয় এবার নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের আমলে মধুপুর ও ধনবাড়ীতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো খাতে যে পরিমাণ উন্নয়ন করা হয়েছে তা কল্পনার বাইরে। কাজেই এই উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে নৌকায় ভোট দিতে হবে। তিনি আরও বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- এবং দেশের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে নৌকার পক্ষে শুধু মধুপুর-ধনবাড়ী নয় সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত জেনে বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। দেশ ও সংবিধান বিরোধী যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের আছে। জাতির জনক বঙ্গবন্ধু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই লড়াই করে জীবন দিয়েছেন। আর শেখ হাসিনা গণতন্ত্রকে বিশ্বাস করে বলেই সকল দল ও জোটের সঙ্গে বসে আলোচনা করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার পরিবেশ তৈরি করেছেন। সেই নির্বাচনে শুধু মধুপুর-ধনবাড়ী নয়, সারাদেশের মানুষ আগুন সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবে ইন্শাল্লাহ। ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ারা বেগম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ। এছাড়া মধুপুর কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি।
×