ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে প্রচারে এগিয়ে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৪:০৮, ১৫ ডিসেম্বর ২০১৮

 ঝালকাঠিতে প্রচারে  এগিয়ে আওয়ামী  লীগ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৪ ডিসেম্বর ॥ জেলার দুটি আসনে নির্বাচনের প্রচারে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। ২টি আসনেই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও ন্যাশনাল পিপলস পার্টির ৫ জন করে ১০ প্রার্থী রয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন ব্যতীত অন্য প্রার্থীদের প্রচার নেই। ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের পোস্টার ঝুললেও এই আসনে বিএনপি প্রার্থী আমিনা খানের পোস্টার এখনও ঝুলানো হয়নি। ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু, পর্যাক্রমে ঝালকাঠি-নলছিটি সংসদীয় আসনের ২টি উপজেলায়ই প্রচার চালিয়ে এলাকা মুখরিত করছে। কিন্তু বিএনপি প্রার্থী এখনও দল গুছিয়ে উঠতে ব্যস্ত রয়েছে। তারা প্রচার চালানোর জন্য দলীয় নেতাকর্মীদের গুছিয়ে ওঠার চেষ্টা করছে। তবে বিএনপি দলের এই আসনে অনেক নেতাকর্মীই প্রচার কাজে আসছে না। নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি ও মাঠে নেমে ঝামেলা এড়াতে চাচ্ছে। ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী উঠান বৈঠক পথসভা করে প্রচার জমিয়ে তুলেছে। এই আসনের প্রার্থী আলহাজ বজলুল হক হারুন কাঠালিয়া ও রাজাপুর উপজেলার ১২টি ইউনিয়ন জুড়েই তার সংসদীয় এলাকায় চালিয়ে যাচ্ছে। অন্যদিকে এই আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। শাহজাহান ওমরের প্রধান নির্বাচনী সমন্বয়ক নাছিম আকন বিশেষ ক্ষমতা আইনে জেলহাজতে থাকায় অনেক কর্মী-সমর্থক এখন প্রচারে নামতে ভয় পাচ্ছে। ব্যারিস্টার শাহজাহান ওমরই এই আসনের বিভিন্ন উপজেলার হাটবাজারে গণসংযোগ করছেন।
×