ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে চায়ের কাপে ভোটের ঝড়

প্রকাশিত: ০৪:০৯, ১৫ ডিসেম্বর ২০১৮

 বরিশালে চায়ের  কাপে ভোটের  ঝড়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সবদলের প্রার্থীদের প্রচারে বরিশাল জেলার ছয় নির্বাচনী আসনে চলছে ভোটের উৎসব। প্রার্থীদের পক্ষে বিরামহীনভাবে গণসংযোগ, মিছিল, মাইকিং, ওঠান বৈঠক, শোডাউন অব্যাহত রয়েছে। নির্বাচনী এলাকায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। সর্বত্র আলোচনা শুধু একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। কনকনে শীতের সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকার পাড়া-মহল্লার অলি-গলির চায়ের দোকানে বইছে নির্বাচনী আলোচনার ঝড়। চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, দিনমজুরসহ নানা শ্রেণী পেশার মানুষ যারাই চায়ের দোকানে বসছেন তাদের মধ্যে বেশিরভাই নির্বাচনী আলোচনায় অংশ নিচ্ছেন। বিভিন্ন দলের প্রার্থীর প্রশংসা, উন্নয়নের নানা দিক তুলে ধরাসহ চলছে নানা আলোচনা-সমালোচনা। চায়ের কাপের টুং টাং শব্দের সঙ্গে ভোটের আলোচনা নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে। বরিশাল লঞ্চঘাট সংলগ্ন চড়কাউয়া খেয়াঘাট এলাকার একটি চায়ের দোকানে আঞ্চলিক ভাষায় আলোচনা করছিলেন ইকবাল হোসেন নামের এক ইজিবাইক চালক। তার আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন দোকানে বসে থাকা আরও চারজনে। তাদের কেউ কেউ ইকবালের সঙ্গে সুর মিলাচ্ছেন আবার কেউ তার বিরোধিতা করে যুক্তি তুলে ধরছেন। শুধু চায়ের দোকান নয়, অফিস পাড়া থেকে শুরু করে হোটেল, রেস্টুরেন্ট, গণপরিবহন সব জায়গায় চলছে ভোটের হিসেব-নিকেশ। বিএম কলেজ এলাকার একটি চায়ের দোকনে চায়ের কাপে চুমুক দিয়ে ভোটের হালচাল নিয়ে আলোচনা করছিলেন স্থানীয় বাসিন্দা আনিচুর রহমান। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার আলোচানায় যুক্ত হয়েছেন স্থানীয় আরও কয়েকজন।
×