ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৪:০৯, ১৫ ডিসেম্বর ২০১৮

 নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে ॥ মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ ডিসেম্বর ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, নির্বাচন কমিশনের নিজস্ব জনবল না থাকায়, তাদের সরকারের ওপর নির্ভর করতে হচ্ছে আর সে কারণে তাদের নিরপেক্ষ থাকা ডিফিকাল্ট। নির্বাচন কমিশন আজকে ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে, তারা শুধু সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বিব্রতবোধ করতে পারেন। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আপনারা হিসাব করে দেখেন, একদিকে নির্বাচন চলছে অথচ গবর্নমেন্ট ইজ দেয়ার-পার্লামেন্ট ইজ অলসো দেয়ার। আমরা যারা নির্বাচন করছি তারাতো অসহায় হয়ে পড়েছি । তিনি বলেন, দেশে যে সংকট চলছে সেটা হচ্ছে আস্থার সংকট। এই সরকার অনেক কিছু করছে, করতে পারছে কিন্তু কোথায় যেন একটা সংকট রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে গাড়ি ভাঙলো আমাদের অথচ মামলা হলো আমাদেরই নামে। আমি নিজে ডিসির সঙ্গে কথা বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি। আমি জানিয়েছি যে, আমি বেগুনবাড়ী যাচ্ছি। তারপরেও পুলিশ ছিল। উনি (এমপি রমেশ) যে কথাগুলো বলেছেন সেগুলো সঠিক না। ভোট যদি মানুষ দিতে পারে তাহলে তো পরিবর্তন অবশ্যম্ভাবী।
×