ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:১১, ১৫ ডিসেম্বর ২০১৮

 নেতাকর্মীদের ওপর  হামলার প্রতিবাদে  সংবাদ সম্মেলন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ নেতাকর্মীদের ওপর অব্যাহত হামলা, মামলা, প্রচার কাজে বাধা ও হুমকির অভিযোগ করেছেন, খাগড়াছড়িতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শহীদুল ইসলাম ফরহাদ। শুক্রবার সকালে আয়োজিত প্রেস ব্রিফিং- এ অভিযোগ করে বলেন, এ সব ঘটনায় প্রশাসনকে তাৎক্ষণিক জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। উল্টো বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও এলাকা ছাড়া করা হচ্ছে। জেলা বিএনপির সহ-সভপতি আবু ইউসুফ চৌধুরীসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর শালবন হরিনাথ পাড়া গ্যাপ এলাকায় ধানের শীষ প্রতীকের প্রচার ও গণসংযোগের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। দুপুর ২.৩০ ঘটিকা বিএনপির নেতৃবৃন্দ গণসংযোগ করার সময় আওয়ামী সন্ত্রাসী ব্লাক জুয়েল, আরিফ, সুমনসহ ১৫/২০ জন প্রচারের গাড়িতে অতর্কিত হামলা করে। হামলায় বিএনপির ৫ নেতাকর্মীকে গুরুতর আহত করে এবং পৌর বিএনপির কোষাধ্যক্ষ শাহ জালালের বাড়িতে হামলা করে, মাইক ও গাড়ি ভাংচুরে ব্যাপক ক্ষতি সাধন করে। আহতদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায় নেতৃবৃন্দ। একই দিন সন্ধ্যায় ভাইবোনছড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আলমাসকে ভাইবোনছড়া হাই স্কুল সংলগ্ন এলাকায় অতর্কিত হামলা করে।
×