ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০৪:১২, ১৪ ডিসেম্বর ২০১৮

ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে আজ শুক্রবার চলতি মৌসুমের ৬১তম আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে শুক্রবার বিকেলে মিল চত্বরে উদ্ভোধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস শাহী’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম, সুগারমিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমূখ। বক্তাগন আখ মাড়াইকালে সকলের সহযোগিতা ও সুগারমিলের উন্নয়নে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেন। পরে অতিথিগন মোনাজাতে এবং সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে চলতি মৌসুমের ৬১তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন । মিল কর্তৃপক্ষ জানায়, এবার ১ হাজার ৫শ’ ৮ মেট্রিক টন চিনি মজুত রেখে চলতি মৌসুমে ১ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৭ হাজার ৮শ’ ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে সাত দশমিক ২৫ভাগ। মিলটির কার্যক্রম চলবে আগামী ৯০ দিন।
×