ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জেরুজালেমকে ইসরাইলী রাজধানীর স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:১৮, ১৫ ডিসেম্বর ২০১৮

 জেরুজালেমকে ইসরাইলী রাজধানীর স্বীকৃতি  দিচ্ছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া শুক্রবার প্রতিবেশী মুসলমান সংখ্যাগরিষ্ঠ ইন্দোনেশিয়ায় অস্ট্রেলিয়ান নাগরিকদের প্রতি ভ্রমণ সতর্কতা জারি করেছে। জেরুজা-লেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া নিয়ে বিতর্কিত পদক্ষেপের আগে এ সতর্কতা জারি করা হয়। খবর এএফপির। আশা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার প্রধানন্ত্রী স্কট মরিসন শনিবার ঘোষণাটি দেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুসরণ করে তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে এবং ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে ঘোষণাটি দেবেন তিনি। ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স সতর্ক করেছে, যেসব অস্ট্রেলিয়ান গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বালি ও অন্য দ্বীপগুলোতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন তাদের জন্য সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হচ্ছে।
×