ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমানে যৌন নিপীড়ন

যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়র ৯ বছর কারাদন্ড

প্রকাশিত: ০৪:২১, ১৫ ডিসেম্বর ২০১৮

 যুক্তরাষ্ট্র প্রবাসী  ভারতীয়র  ৯ বছর কারাদন্ড

বিমানে পাশের আসনে বসা এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত এক ভারতীয়কে নয় বছরের কারাদন্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বৃহস্পতিবার ডেট্রয়েটের ফেডারেল কোর্ট এ রায় দেয়। কারাদন্ডের মেয়াদ শেষ হওয়ার পর প্রভু রামামূর্তিকে (৩৪) ভারতে বিতাড়ন করার নির্দেশও দেয়া হয়েছে। বিবিসি। ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রযুক্তিবিদ প্রভু ২০১৫ সালে এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্র যান। উচ্চদক্ষতা সম্পন্ন ব্যক্তিদের এইচ-১বি ভিসা দেয় যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে এক নারী প্রভুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। ওই নারীর অভিযোগ, বিমানে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় প্রভু তার শরীরে হাত দেয়। ঘুম থেকে উঠে তিনি নিজের শার্ট ও ট্রাউজারের বোতাম খোলা এবং প্রভুর হাত তার ট্রাউজারে দেখতে পান।
×