ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১২ বছরের মধ্যে কয়লা বিদ্যুত বন্ধ করুন

প্রকাশিত: ০৪:২২, ১৫ ডিসেম্বর ২০১৮

 ১২ বছরের মধ্যে কয়লা বিদ্যুত বন্ধ করুন

বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে নাজুক প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো কয়লা-বিদ্যুত উৎপাদন ১২ বছরের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য এবং নতুন কয়লা বিদ্যুত প্রকল্প বা বর্তমান প্রকল্পগুলোর সম্প্রসারণ নিষিদ্ধের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের। অস্ট্রেলীয় সরকার তাদের নতুন বিদ্যুত উৎপাদন প্রকল্পগুলোতে আগ্রহ প্রকাশের আহ্বান জানানোর একদিন পর প্রশান্ত মহাসাগরীয় ১৫টি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এ আহ্বান জানাল। অস্ট্রেলীয় সরকার এর আহ্বানে আভাস দেয় যে, সরকার নতুন কয়লা বিদ্যুত প্রকল্পগুলোর সম্ভাব্য ক্ষয়ক্ষতির আংশিক বা সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের লক্ষ্যে করদাতাদের অর্থ ব্যবহারের প্রস্তুতি নেবে। বিশ্ব নেতৃবৃন্দ সতর্ক করে দিয়ে বলেছেন, কয়লা উত্তোলনের ব্যাপারে ক্যানবেরায় বোধগম্য অনমনীয়তার কারণে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা ক্রমেই ক্ষয়ে আসছে। পোল্যান্ডে সিওপি টুয়েন্টিফোর জাতিসংঘ জলবায়ু আলোচনা অচল হয়ে রয়েছে। এর কারণ কার্বন নির্গমন বন্ধে কার্বন নির্গমনকারী দেশগুলোর প্রতিশ্রুতি প্রদানে অনিচ্ছা এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যগত সহযোগী দেশগুলোর হতাশা। বলা হয়েছে, বিশ্বকে অবশ্য কয়লা বিদ্যুত উৎপাদন ত্যাগ করতে হবে। সিওপি টুয়েন্টি থ্রির বিদায়ী সভাপতি ফুজির প্রধানমন্ত্রী ফ্র্যাংক বাইনিমারামা বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে কয়লার ব্যবহার পর্যায়ক্রমে প্রত্যাহার করার জন্য সকল ওইসিডি দেশের প্রতি আহ্বান জানাচ্ছি এবং ২০৪০ সালের মধ্যে এর ব্যবহার প্রত্যাহারের জন্য বিশ্বের অন্য সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বর্তমান কয়লার খনিগুলো বা নতুন খনির সম্প্রসারণ ও বন্ধ করতে হবে। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র, দুটি দেশই এ সপ্তাহে প্রকাশ্যে বলেছে, কয়লাচালিত বিদ্যুত উৎপাদন থেকে তাদের সরে যাওয়ার কোন পরিকল্পনা নেই। ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক জ্বালানি ও জলবায়ু উপদেষ্টা ওয়েলস গ্রিফিথ জাতিসংঘ জলবায়ু আলোচনায় জীবাশ্ম জ্বালানির ওপর যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত প্যানেল আলোচনায় বলেন, যুক্তরাষ্ট্রের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং এ সম্পদ তারা মাটির নিচে রাখতে চাইবেন না।
×