ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এম আই মিঠুর ‘আহত চড়ুই’

প্রকাশিত: ০৪:২৬, ১৫ ডিসেম্বর ২০১৮

এম আই মিঠুর ‘আহত চড়ুই’

স্টাফ রিপোর্টার ॥ শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এই প্রজন্মের সঙ্গীতশিল্পী এম আই মিঠুর নতুন গান ‘আহত চড়ুই’। এ মিজানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ুন। ‘ইতোমধ্যে ‘আহত চড়ুই’ গানটির কম্পোজিশন শেষ হয়েছে। এ প্রসঙ্গে এম আই মিঠু বলেন, সুন্দর কথামালায় এ মিজান গানটি লিখেছে। হৃদয় ছুঁয়ে যাওয়া সুর ও সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত পরিচালক আহম্মেদ হুমায়ুন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। ‘বন্ধু সাড়া দাও’ খ্যাত এই শিল্পী আরও বলেন, এটি আমার গাওয়া কিছু প্রিয় গানের মধ্যে অন্যতম। বেশ যত্ন নিয়ে উপভোগ্য করে গানটি করছি। নতুন এই প্রয়াস সর্বস্তরের সঙ্গীতপ্রেমীদের হৃদয় ছুঁতে সক্ষম হবে। এ পর্যন্ত এম আই মিঠুর ২টি একক এ্যালবাম ও বেশ কিছু ডুয়েট এবং অসংখ্য সিঙ্গেল গান প্রকাশ পেয়েছে। ‘আহত চড়ুই’ গানটি ছাড়াও সোহাগ ওয়াজিউল্লার লেখা, বুলবুল ভূঁইয়ার সুরে জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজের সঙ্গীতায়োজনে ‘মেঘের মত’ শিরোনামে আরও একটি গানের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন মিঠু। একইভাবে নাটক-টেলিফিল্মের শিরোনাম সঙ্গীত গাওয়ার পাশাপাশি নিজের লেখাও কিছু গানের কাজ করছেন বলে জানান তিনি। প্রসঙ্গত, চারুকলায় হাতে খড়ি মিঠু ছবি আঁকার পাশাপাশি দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সঙ্গীতকে ভালবেসে সমান তালে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত তার প্রদর্শনী ও স্টেজ শো করে চলেছেন তিনি। তার আঁকা ছবি ও ভাস্কর্য বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গ্যালারিতে প্রদর্শিত হয়েছে। বিশেষ করে দেশ-বিদেশে এ পর্যন্ত তার ৯টি একক ও প্রায় ৫৪টি গ্রুপ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। স্বীকৃতি হিসেবে ডজনখানেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এছাড়া তার প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন ‘দুস্থ কল্যাণ সংস্থা পাঁচবিবি’ (ডিকেএসপি) নিয়ে মিঠু অসহায় সুবিধা বঞ্চিতদের জন্য নিরলসভাবে প্রায় ১৩ বছর ধরে কাজ করে চলেছেন। উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে মিঠুর জন্ম। পিতা আলতাফ হোসেন খোকন এবং মাতা মনোয়ারা বেগমের ৫ ছেলে ও এক মেয়ে সন্তানের মধ্যে মিঠু তৃতীয়। তার বর্ণাঢ্য শিল্পযাত্রা আর উজ্জ্বল হোক। তার জন্য শুভ কামনা।
×