ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ভালবাসার বাংলাদেশ’ ফিল্ম ফেস্ট ২০১৮

প্রকাশিত: ০৪:২৭, ১৫ ডিসেম্বর ২০১৮

  ‘ভালবাসার বাংলাদেশ’ ফিল্ম ফেস্ট ২০১৮

সংস্কৃতি ডেস্ক ॥ বিজয়ের ৪৭ বছর উদ্যাপন উপলক্ষে সারাদেশের আপামর মানুষের চোখে বাংলাদেশ কেমন, তা দেখার আয়োজন ‘ভালবাসার বাংলাদেশ’। প্রতিযোগিতামূলক এই আয়োজনের মাধ্যমে প্রতিযোগীরা এক মিনিটে তুলে ধরেছেন তার দেখা বাংলাদেশকে। এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য, বাংলাদেশের তরুণদের চোখে এমন বাংলাদেশকে দেখা, যা দেখে মনে হয় বাংলাদেশ এগোচ্ছে। যা দেখে সাধারণ মানুষের ভেতর দেশপ্রেম জেগে উঠবে। প্রতিযোগীরা তার চোখে মানবিক কোন ঘটনা, বীরত্বগাথা, কোন প্রতিষ্ঠানের অসাধারণ উন্নয়ন কাজ, জীবন বদলে দেয়া কোন প্রযুক্তির উদ্ভাবন, কল্যাণকামী উদ্যোগ ইত্যাদি সব বিষয়ের ১ মিনিটের ভিডিও এই ক্যাম্পেনে পাঠিয়েছেন। প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ের ওপর ৯৪৬৭টি ভিডিও জমা পরেছে। সেখান থেকে জুরি বোর্ডের নির্বাচনে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের অনুপ্রেরণায় ‘ছবিয়াল’-এর তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে তিনটি ফিল্ম। ফিল্ম তিনটি প্রচারিত হবে মাছরাঙা, এসএ টিভি, নাগরিক টিভি এবং একুশে টিভিতে। গতকাল ১৪ ডিসেম্বর আশফাক নিপুণের ‘চাকা’, আজ ১৫ ডিসেম্বর রেদওয়ান রনি নিয়ে আসছেন ‘ফিনিক্স’ এবং আগামীকাল ১৬ ডিসেম্বর গোলাম কিবরিয়া ফারুকী নিয়ে আসছেন ‘আব্দুল্লাহ’। ফিল্মগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টায়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং মিডিয়াকম লিমিটেডের সহায়তায় আয়োজিত এই ক্যাম্পেনের সহযোগী আয়োজক ছবিয়াল, আমরাই বাংলাদেশ এবং গ্রীনবি কমিউনিকেশন্স।
×