ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ চট্টলবীর মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত: ০৪:৩৯, ১৫ ডিসেম্বর ২০১৮

 আজ চট্টলবীর মহিউদ্দিনের  প্রথম  মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জনপ্রিয় রাজনীতিক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও হ্যাটট্রিক বিজয়ী মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। গত বছরের এই দিনে বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে অশ্রুসজল হয়েছিল লাখো মানুষ। আজকের এই দিনটিতে চট্টগ্রামবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তাদের প্রিয় নেতাকে। পারিবারিক ছাড়াও আওয়ামী লীগের উদ্যোগে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। পারিবারিক কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় বাসভবনে কোরান খতম, ১০টায় সমাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে বক্তব্য রাখবেন মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ আলোচনা সভায় যোগদানের জন্য তিন সাংগঠনিক জেলার নেতাকর্মী ও সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনে সম্মুখ সমরে লড়াকু যোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের প্রগতিশীল রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। চট্টগ্রামের মানুষ তার মধ্যেই খুঁজে পান আরেক জনপ্রিয় রাজনীতিক জহুর আহমদ চৌধুরীর প্রতিচ্ছবি। একাত্তরের মাউন্টেন ডিভিশনের অধিনায়ক এই বীর মুক্তিযোদ্ধার ধ্যান জ্ঞান ছিল প্রিয় চট্টগ্রাম নিয়েই। বুকে হাত রেখে বলতেন, ‘আমার চট্টগ্রাম।’ পর পর তিন মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিয়ে যান অন্যরকম এক উচ্চতায়। গড়ে তোলেন স্বয়ংসম্পূর্ণ এক প্রতিষ্ঠানে। তার কার্যালয় এবং বাসভবন থাকত সর্বদা সাধারণের জন্য উন্মুক্ত।
×