ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নির্বাচনী সহিংসতা

রূপগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন, সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী আহত

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ ডিসেম্বর ২০১৮

 রূপগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন, সাতক্ষীরায় ধানের শীষের প্রার্থী আহত

জনকণ্ঠ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বঙ্গবন্ধুর ছবিসহ মালপত্র আগুনে পুড়ে যায়। মাদারীপুরের কালকিনিতে নৌকার পাঁচ শতাধিক পোস্টার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার প্রতিবাদ সভা করে আওয়ামী লীগ। চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি প্রার্থীর ২৫ নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাংচুরের অভিযোগ করা হয়েছে। ধানের শীষের প্রচার মাইকও ভাংচুর করা হয়েছে। সাতক্ষীরার কলারোয়ায় হেলমেট বাহিনীর হামলায় বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ও দুই সাংবাদিকসহ বিএনপির সাত নেতাকর্মী আহত হয়েছেন। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সংঘর্ষ ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। কুমিল্লাার মুরাদনগরে বিএনপির প্রার্থী কেএম মুজিবুল হকের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০জন আহত হয়। ছবি তুলতে গেলে দুই সাংবাদিকের ক্যামেরা ছিনতাই করা হয়। নড়াইলে কালিয়া উপজেলা চেয়ারম্যানসহ ৪জনকে কুপিয়ে আহত করেছে বিএনপির কর্মীরা। বৃহস্পতিবার রাত ও শুক্রবার এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
×