ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিমের মুখে প্রলেপ

প্রকাশিত: ০৪:৪৫, ১৫ ডিসেম্বর ২০১৮

 কিমের মুখে প্রলেপ

দক্ষিণ কোরিয়ার এক জনপ্রিয় প্রসাধনী সংস্থা নিজেদের তৈরি ফেসিয়াল মাস্কের মডেল হিসেবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ছবি ব্যবহার করেছে। ছবিতে উনকে ওই মাস্ক বা প্রলেপে হাসতে দেখা যায়। তবে উনকে মডেল হিসেবে ব্যবহার করায় বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে ৫১৪৯ নামের ওই প্রতিষ্ঠান। ৫১৪৯ দাবি করেছে যে, গত জুন মাস থেকে তারা এ ধরনের ২৫ হাজারেরও বেশি মাস্ক বিক্রি করেছে। সমালোচনার পর মাস্ক বিক্রির আইনী বৈধতা নিয়ে উদ্বেগ থাকায় দক্ষিণ কোরিয়ার অনেক প্রতিষ্ঠান বিক্রি স্থগিত রেখেছে। দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার সরকারের পক্ষে কিছু বলা অবৈধ। তবে এই আইনের প্রয়োগ সব সময় হয় না। ব্যাঙ্কক পোস্ট অবলম্বনে।
×